বাগেরহাটে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

জাতীয়

শেখ রাসেল
বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে ”সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক অহিংস দিবসে উপলক্ষে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শনিবার সকাল ১০:৩০ ঘটিকার সময়ে বাগেরহাট পৌর এলাকার মিঠা পুকুরের পারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাগেরহাট সদর উপজেলার ”পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (চঋএ)” র সদস্যবৃন্দ, সুজন নেতৃবৃন্দ, দি হাঙ্গার প্রজেক্ট-এর বিভিন্ন ইউনিয়নের সমন্বয়কারী, ইয়ুথ সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

উক্ত মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় দি হাঙ্গার প্রজেক্ট-এর ”পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (চঋএ) ও পিস এ্যাম্বাসেডর জেলা নেওয়ার্কের সভাপতি জনাব এস কে বশিরুল ইসলাম বলেন যে, সকল ধর্ম-বর্ণ-গোত্রের মানুষের মধ্যে সম্প্রীতির জন্য অহিংস নীতি খুবই গুরুত্বপূর্ণ । মহাত্মা গান্ধীর প্রবর্তিত এই নীতি অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রে সর্বদা শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি জনাবা শাহিদা আক্তার তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শান্তি ও সৌহার্দ্যের পৃথিবী নির্মানে অহিংস নীতির কোন বিকল্প নাই । এছাড়া উক্ত মানববন্ধনে জনাব এস কে এ হাসিব, জনাব ইবনে মিজান হিরু সহ অন্যান্য গুরুত্বপূর্ণণ গন উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *