বানারীপাড়ায় ব্যবসায়ী সালাম গোলন্দাজ হত্যা মামলা আড়াল করতে ভাড়াটিয়া দিয়ে মানব বন্ধন

জাতীয়

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় ব্যবসায়ী আব্দুস সালাম গোলন্দাজ (৬০) হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ও এ বি সি ইট বাটাকে জোড় পূর্বক ভোগ দখল করার উদ্দেশ্যে আবাসনসহ বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ ভাড়া করে মানব বন্ধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মানব বন্ধনে এ বিসি বাটা দখল ও ভুমিদস্যু উল্লেখ করে যে অপপ্রচার চালানো হচ্ছে বাস্তবে তার কোন ভিত্ত্বি নেই। বরং জনপ্রিয় ও মানবদরদী ক্যাপটেন মোয়াজ্জেম হোসেন বাবুল তার ভাই মৃত্যু সালাম গোলন্দাজের পরিবারকে অর্থ ও বিভিন্ন সহায়তা দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এ বি সি ইট বাটার স্বত্ত্বাধিকারী ক্যাপটেন মোয়াজ্জেম হোসেন বাবুল তার ভাই সালাম গোলন্দাজকে দেখা শুনা করার দায়িত্ব দিয়েছিলেন মাত্র। ব্যবসার পরিধি বাড়াতে বিভিন্ন সময় বিপুল পরিমান অর্থ দিয়ে সহায়তা করছেন। এ প্রসংগে ক্যাপটেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন আমার ভাই জীবিত থাকা অবস্থায় আমি তাকে বিভিন্ন ভাবে সহায়তা করেছি। তার অস্বাভাবিক মৃত্যুর পর আমার ভাইয়ের স্ত্রী সাবিনা ইয়াসমিন আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে হাত মিলিয়ে এবং তাদের ইন্ধনে আমার ইমেজ নষ্ট করার চেষ্টায় আবাসনসহ বিভিন্ন জায়গা থেকে লোক ভাড়া করে সাজানো মানববন্ধন করেছে। তিনি আরো বলেন মানব বন্ধনে উপস্থিত প্রায় লোকই জানে না কিসের জন্য মানব বন্ধন। তারা ভাড়া চুক্তিতে এসেছে। শুধু তাইনয় তার ভাই আব্দুস সালাম গোলন্দাজের হত্যা মামলা এবং তার ইটভাটা এবং বাড়িতে হামলা ভাংচুর ও তাদের হত্যা প্রচেষ্টার বিষয়ে দায়ের করা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনিসহ মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে হত্যা মামলার আসামী সাবিনা ইয়াসমিন তার পুত্রবধুকে দিয়ে কল্পকাহিনী সাজিয়ে হয়রাণিমূলক মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা ও দায়ের করেছে। এ বি সি ইট বাটার পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে বাটা সংক্রান্ত সকল কাগজপত্র ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজের নামে। অথচ গত ৭ জুন শুক্রবার সকালে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মালিকানাধীন উপজেলার কাজলাহার গ্রামের এবিসি ব্রিকস ও সলিয়াবাকপুর গ্রামের বাড়িতে হত্যা মামলার আসামীরা ও তাদের ভাড়াটে লোকজন হামলা ভাংচুর, লুটপাট এবং তার ভাই আলাউদ্দিন গোলন্দাজসহ কয়েকজনকে মারধর করেন। ১২ জুন বুধবার ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন মো. শাহনাজ বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় ১২ জনকে আসামী করে ভাটা ও বাড়িতে হামলা,ভাংচুর ও হত্যা প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। হত্যাসহ এ দুটি মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে ১৩ জুন বৃহস্পতিবার রাতে সাবিনা ইয়াসমিনের ছেলে বউ মেহেরুননেসা ডায়নাকে দিয়ে মামলা দুটির স্বাক্ষীদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করা হয় এবং ১৫ জুন কাজলাহার বাজারে লোক ভাড়া করে এনে মানব বন্ধন করা হয়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *