বানারীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া শিক্ষার্থী হিন্দু প্রেমিকের হাত ধরে অজানার পথে পাড়ি

জাতীয়

বরিশাল প্রতিনিধি//

প্রেম শ্বার্শত, প্রেম অন্ধ, প্রেম মানে না ধর্ম বর্ন, ধনী গরীব, জাতি বেদাবেদ। তারই প্রমান দিল বরিশালের বানারীপাড়ায় ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া মুসলিম শিক্ষার্থী পাপড়ি (১৩) (ছদ্দনাম) ও বৌগাড়ি চালক হিন্দু সম্প্রদায়ের ছেলে প্রেমিক সুজন। উপজেলার বানারীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনী পড়ুয়া ৫ নং সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মহিষাপোতা গ্রামের আঃ রহিমের মেয়ে পাপড়ি আলতা গ্রামের বাবুল জাদুঘরের ছেলে বৌগাড়ি চালক সুজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেম থেকে ঘর বাধার স্বপ্নে দুই জন বাবা মার চোখের আড়ালে অজানার পথে পাড়ি জামায়। সচেতন মহল মনে করেন বাবা মার অসচেতনতা ও মোবাইলের কু প্রভাবে নাবালিকা ছেলে মেয়েরা খারাপ পথে ধাবিত হয়। তাছাড়া সম্প্রতি একটি বিষয় প্রায়ই লক্ষ করা যায় বৌগাড়ির কিছু ড্রাইভার স্কুল পড়ুয়া মেয়েদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘোড়াফেরা করে, ভাড়া না দেয়ার স্বার্থে কিছু কিছু মেয়েদের সাথে ঐ সকল বৌগাড়ি চালকদের সখ্যতা গড়ে উঠে। প্রায়ই দেখা যায় বিভিন্ন ফাকা রাস্তায় কিছু বৌগাড়ি যে গাড়িতে স্কুল পড়ুয়া একটি মেয়ে থাকে। যার ফলে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে এব এই ঘটনার মত ঘটনা ঘটে। স্কুল ফাকি দিয়ে ঐ সকল মেয়েরা বিনে ভাড়ার লোভে গাড়িতে ঘোরাফেরা করে এবং গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। ৬ষ্ঠ শ্রেনীর একটি মেয়ে এভাবে বিপদগামী হওয়ায় অনেক অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে দুশ্চিতায় রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *