বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
বানিয়াচংয়ে পৃথক অভিযানে চোলাইমদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলীগঞ্জ রবিদাসপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় এক মাদক কারবারীর কাছ থেকে উদ্ধার করা হয় ২০ লিটার চোলাই মদ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন। তিনি জানান, আলীগঞ্জ রবিদাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী বিধান দাস (৩৫) কে ২০ লিটার চোলাই বা দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়। সে ওই পাড়ার মৃত গোলাপ রবি দাসের পুত্র। অপরদিকে, উপজেলার চমকপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ফরহাদ মিয়া (৩৭) কে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের নুর মিয়ার পুত্র। ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিকেলে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শেয়ার করুন