বাসচাপায় নারী নিহত, বাসে আগুন

জাতীয়

গাজীপুরে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এরপর ভাটি পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।  হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উজান ভাটি পরিবহনের একটি বাস গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন ও অপর একজন আহত হন। স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

গাছা থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে জানান, বাসচাপায় এক নারী নিহতের জেরে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *