বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

বিদ্যুত, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা
উপকরণসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়াসহ আটককৃত বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে যশোর জেলা বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

আজ শনিবার (১১ মার্চ) সকালে জেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের নীলরতন ধর রোডে বিপ্লবী কমিউনিস্ট পার্টির অফিসের সামনে জড়ো হয়।

পুলিশের বাঁধারমুখে তারা শহরের প্রধান কোনো স্থানে সমাবেশ করতে না পারায় শহরের নীলরতন ধরে রোড়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টি অফিসের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ও প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের পুত্র ও বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন,বর্তমান সরকার এক দলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। তারা বিরোধী নেতাকর্মীদের ধরপাকড় করছে কিন্তু এভাবে সরকার পার পাবে না। তাদের মসনদ নড়ে গেছে উল্লেখ করে অমিত অনতি বিলম্বে ১০ দফা দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেয়ার দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এডভোকেট সাবেরুল হক সাবু, মিজানুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *