একদফার পর এবার সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবে রাষ্ট্র মেরামতের ৩১ দফা যৌথ রূপরেখা ঘোষণা করবে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রূপরেখা ঘোষণা করবেন।
বুধবার (১২ জুলাই) বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশ করে সরকারের পদত্যাগে একদফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
এদিকে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চ একদফার পাশাপাশি ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার’ ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছে।
শেয়ার করুন