বিএনপি নেতা মো শহিদুর রহমান এর ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

সিলেট

ফেঞ্চগঞ্জ প্রতিনিধিনি: শনিবার রাত ৯ ঘটিকার সময় সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো শহিদুর রহমান এর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করা হয়েছে। পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ৬ জানুয়ারী ২০২৪ শনিবার রাত ৯ টায় মাইজগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো শহিদুর রহমান সারকারখানা বাজার থেকে তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন।

তিনি পুরানবাজার এলাকায় গেলে ৫/৭ জন অজ্ঞাত মুখোশধারী দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মো শহিদুর রহমান কে ঘটনাস্থলেই গুরুতর আহত এবং শারীরিকভাবে জখম করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন মো শহিদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হসপিটালের সিসিইউ ইউনিটে ভর্তি করানো হয়।

আহত মো শহিদুর রহমান এর স্ত্রী জানান আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।

কিন্তু রাস্তায় চলমান লোকজন থাকায় তারা আমার স্বামীকে হত্যা করতে ব্যর্থ হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি ওহীদুজ্জামান সুফি চৌধুরী । এ ঘটনায় দ্রুত সন্ত্রাসীদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) মো মনিরুজ্জামান খান জানান, ‘রাতেই ঘটনস্থল পরিদর্শন করা হয়েছে।
আসামিদের শনাক্তের কাজ চলছে। এবং দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *