বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। যা ইতোমধ্যে শেষ হয়েছে।
সিলেটে ৬ টি আসনে একযোগে ৮ ঘণ্টা ভোটগ্রহণের পর এখন চলছে গণনা। কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়।
রোববার দুপুরে বিভিন্ন অভিযোগ এনে সিলেট-০২ আসনে ৪ জন প্রার্থী নির্বাচন বর্জন করেন। এছাড়াও সিলেট-০১ আসন ও সিলেট-০৩ আসনে আরও একজন করে প্রার্থী ভোট বর্জন করেন।
এবারের নির্বাচনে সিলেটের ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ প্রার্থী। ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
শেয়ার করুন