বিশ্বকাপ শুরুর আগেই কুলাউড়ায় ফুটবল উন্মাদনা: ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ

খেলাধুলা মৌলভীবাজার

 

স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে কুলাউড়ার ক্রীড়াপ্রেমিরা। দুটি দলে বিভক্ত হয়ে ব্রাজিল- আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। কুলাউড়ার বর্তমান ফুটবলারদের বাছাইকৃত সেরা দুটি দল মাঠে নামে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কর্মধা ইউনিয়নের নলডরী বাশফিল্ড মাঠে ২৩ সেপ্টেম্বর বিকেলে খেলাটির আয়োজন করে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার। আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের জাকজমকপূর্ণ এই বিশেষ আয়োজন প্রশংসা কুড়িয়েছে। ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকারে ৭-৬ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থকরা।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন আর্জেন্টিনার গোলকিপার শাওন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কাবুল পাল, ইতালি প্রবাসী নাজমুল হোসেন, সংগঠক নাসির জামান খান জাকি, কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান রাসেল, সাংবাদিক ও সংগঠক আলাউদ্দিন কবির, ক্রীড়া সংগঠক এহসান আহমদ টিপু, সংগঠক মইনুল ইসলাম পংকি প্রমুখ। খেলা পরিচালনা করেন বাফুফের রেফারি মুসা আহমেদ সুয়েট। সহকারী রেফারি ছিলেন এনায়েত জিল্লুর কবীর বদরুল ও রিয়াজ আহমদ সিপন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *