বিশ্বনাথের দেওকলসে লাঙ্গনের সমর্থনে মতবিনিময় সভা

সিলেট

স্টাফ রিপোর্টার:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় পার্টি মনোনিত এমপি পদপ্রার্থী ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ২০১৪ সালে আমি এমপি নির্বাচিত হয়ে ৫ বছরে এলাকার দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি। হামলা-মামলা দিয়ে কাউকে হয়রানী করি নাই। এলাকার মানুষ অন্তত শান্তিতে ছিলেন। তিনি আরোও বলেন, আমাদের সাবেক এমপি এম. ইলিয়াস আলী ছিলেন একজন জাতীয় নেতা। যারা তাকে পথের কাঁটা মনে করতেন, তারাই তাকে গুম করেছেন। ইলিয়াস আলীকে ফেরত আনার ক্ষমতা যদিও আমার নেই, তবুও আমি নির্বাচিত হলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখবো।

তিনি শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামস্থ নিজ বাড়িতে ইউনিয়নবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

এলাকার প্রবীণ মুরব্বী সিরাজ মিয়ার সভাপতিত্বে ও যুবনেতা সালমান চৌধুরী সাম্মির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য সহল-আল রাজী চৌধুরী, এলাকার মুরব্বী মধু মিয়া, আব্দুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, সংগঠক দুলাল মিয়া, আহমদ আলী প্রমুখ। এসময় সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *