স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কাঙ্খিত উন্নয়ন পেতে দীর্ঘ ১০ বছর নৌকা বঞ্চিত সিলেট-২ আসনে এবার নৌকার পালে হাওয়া লেগেছে। জনগণের সেবা করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য, তাই এলাকার মা-বোন’সহ সর্বস্তরের ভোটাররা ৭ই জানুয়ারীর অপেক্ষা করছেন ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করার। আওয়ামী লীগ সর্বদা জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আর এজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। নৌকার বিজয়ে তাই অব্যাহত থাকবে উন্নয়ন প্রক্রিয়া।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে থেকে রাত পর্যন্ত সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানচক, ভূরকিবাজার, গোলচন্দবাজার, মির্জারগাঁও, হাজরাই-আতাপুর ও লামাকাজী বাজারে অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা ও মানুষের সম্পদ পুড়িয়ে নষ্ট করা এবং অগ্নিসন্ত্রাসের নাম রাজনীতি নয়। মানুষকে ভালবাসা ও মানুষকে কাঙ্খিত উন্নয়ন দেওয়াই হচ্ছে রাজনীতির প্রধান কাজ। আর মানুষের চাহিদা পূরণের কাজটি করতে পারে একমাত্র আওয়ামী লীগই। নৌকার বিজয়ের মাধ্যমেই বাস্তবায়িত হয় সকল কাঙ্খিত উন্নয়ন।
সভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জহির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রনজিত ধর রন, সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহনুর হোসাইন, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি মাওলানা হরমুজ আলী, উপজেলা কার্যনির্বাহী সদস্য আফরোজ বক্ত খোকন, এনামুল হক এনাম মেম্বার, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী, কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন, জেলা মৎস্যজীবী লীগ নেতা সমছুল মোল্লা, জেলা যুবলীগ নেতা অতুল দেব, উপজেলা ছাত্রলীগ নেতা বিষু দে, সিরাজুল ইসলাম রুকন, বক্তব্য রাখেন উপজেলার লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরবিন্দু পাল, প্রচার সম্পাদক ফয়জুল ইসলাম সুমন, ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অলক দেব, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুক আহমদ, আওয়ামী লীগ নেতা সমর আলী, ৮নং ওয়ার্ড আল ইসলাহর সভাপতি মাওলানা মমনোয়ার খা, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন সমির, ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক আকমল হোসেন, ছাত্রলীগ নেতা হাসান আহমদ। অনুষ্ঠানগুলোতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন