ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
‘মাদকমুক্ত সমাজ গড়, সমাজ গড়তে কাজ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘মানস’ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৪ টায় স্হানীয় ইউনিয়নের পরগনা বাজারে ওই সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহিবুর রহমান কিরন।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন মদনমোহন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ‘মানস’ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির মোহন।
বিশিষ্ট আইনজিবী এডভোকেট কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ও শাহিন আহমদ এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‘মানস’ সিলেট জেলা শাখার সহ সভাপতি ও সাংবাদিক ঋষীকেশ রায় শংকর, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, সংগঠক হাবিবুর রহমান মনু।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়ছল আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক জামাল আহমদ।
এসময় উপস্হিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য আফতাব আলী আফতর মেম্বার, মো. কমর উদ্দিন, পীর মো. ইদ্রিস আলী, মৌলভী মো. আব্দুল বারি, ইউপি সদস্য মো. লাল মিয়া লালু মেম্বার প্রমুখ।
সভায় মো. আকদ্দুস আলীকে সভাপতি ও শাহিন আহমদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
সহ সভাপতি হাবিবুর রহমান মনু, মো. আলী আকবর লিকন, ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. নুর আলী, মো. আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, মো. বায়জিদ আহমদ, অর্থ সম্পাদক মো. বায়েজিদ আহমদ, সহ অর্থ সম্পাদক সুজন আহমদ, অফিস সম্পাদক মো. আলী হোসেন, সহ অফিস সম্পাদক মো. শাহ আলম হেলাল, প্রচার সম্পাদক মো. আব্দুস সালাম, সহ প্রচার সম্পাদক মো. জামাল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল মতিন জালাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছাদিকুর রহমান, ক্রীড়া ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মো. মুহিবুর রহমান, সহ ক্রীড়া ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. গৌছ আলী (মাস্টার), সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আলী ফুয়াদ, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবির আহমদ নাহিদ, সহ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. হোসাইন আহমদ।
কার্যনির্বাহী সদস্য
মো. আক্তার হোসেন, মো. জমির আলী, মো. হাফিজুর রহমান, মো. ফয়ছল আহমদ, জামান আহমদ, হাবিবর আহমদ, আব্দুস সালাম।