বিশ্বনাথের ৫ ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন অঞ্চলের মতো আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে’ সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান পদে ‘নৌকার মাঝি’ চুড়ান্ত করে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (৯ জুন) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের ‘নৌকার মাঝি’র চুড়ান্ত করা হয়।
সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্বে করেন বোর্ড সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।

সভা শেষে শুক্রবার রাতেই বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে দলীয় মনোনয়নে ‘নৌকার মাঝি’ নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়নে ‘নৌকার মাঝি’রা হলেন- উপজেলার অলংকারী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, রামপাশা ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ, দৌলতপুর ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ওয়াহাব আলী, বিশ্বনাথ ইউনিয়নে পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, দেওকলস ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *