বিশ্বনাথে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টীর

সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাসিয়া নদীর তীর দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পৌরসভার উদ্যোগে কার্যক্রম শুরু হয়েছে এবং  অবৈধ স্থাপনা উচ্ছেদ ঠেকাতে যে মামলা রয়েছে সেই মামলার খরচও পৌরসভার পক্ষ থেকে বহন করা হবে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা, বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং, সবজি’সহ নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনে রাখতে বাজার মনিটরিং বৃদ্ধি, যানজট নিরসনের জন্য ফুটপাত উদ্ধার ও সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূর্ঘটনা রোধকল্পে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে থাকা ঝোপ-ঝাঁড় পরিষ্কার করার জোর দাবী জানান।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে লামাকাজীর মো. কবির হোসেন ধলা মিয়া, দেওকলসের ফখরুল আহমদ মতসিন, রামপাশার ফকির ইমাম উদ্দিন, দৌলতপুরের এমাদ উদ্দিন খান, দৌলতপুরের হাফিজ আরব খান, অলংকারীর আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ সদরের দয়াল উদ্দীন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সুহেল, সদস্য জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম আশরাফ সারওয়ার খান, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আবু সাঈদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *