স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘শিক্ষার্থীদের মেধার বিকাশ’র লক্ষ্যে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘২য় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধা বৃত্তি পরীক্ষা’ সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডার গার্টেন ও ৩টি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুর রব রাজু, ছহিফাগঞ্জ আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস সালাম সালেহী, সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব হাসনু, হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোকাব্বির আলী, ইসলামী ব্যাংক কামাল বাজার এজেন্ট শাখার ডেপুটি ইন-চার্জ আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী জুবের আহমদ নাজমুল ও খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যবৃন্দ।
সর্বস্থরের জনসাধারণের সার্বিক সহযোগীতায় ‘২য় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধা বৃত্তি পরীক্ষা’ সুষ্ঠ, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আগত অতিথিবৃন্দ, এলাকাবাসী ও বৃত্তি বাস্তবায়ন কমিটি’সহ এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আব্দুস শহিদ, আব্দুল মতিন শফি, আব্দুল বাছিত রফি, আব্দুর রকিব, আব্দুল মুকিত রাজীব, আজিজুর রহমান প্রমুখ।