স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ইয়াং সোসাইটি বৃহত্তর প্রীতিগঞ্জ ক্রীড়া সংস্হার উদ্যোগে ১ম নাইট ফুটসাল টুর্ণামেন্ট ২০২৪ খেলা পরিচালনা কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে।
সংস্হার সকলের সম্মতিক্রমে সাবেক ফুটবলার মোস্তাক হোসেন আবু’কে সভাপতি, ক্রীড়া সংগঠক লোকমান আহমদকে সাধারন সম্পাদক ও ওয়াহিদ মিয়াকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ১ম নাইট ফুটসাল টুর্ণামেন্ট ২০২৪ খেলা পরিচালনা করার জন্য ২০ সদস্য বিশিষ্ট গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
সিনিয়র সহ সভাপতি সুন্দর আলী, সহ সভাপতি আসকর আলী, সাজুল, সিনিয়র সহ সাধারন সম্পাদক আকবর হোসেন, সহ সাধারন সম্পাদক মাঈনুল ইসলাম, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মুহিব, সহ সাংগঠনিক সম্পাদক কাহার, আওলাদ আলী, অর্থ সম্পাদক আব্দুল হক, ক্রীড়া সম্পাদক রবি চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, হাবিব, প্রচার সম্পাদক জামাল মিয়া, সহ প্রচার সম্পাদক মিজানুর রহমান, রুহুল আমিন, দপ্তর সম্পাদক নোমান আহমদ, সহ দপ্তর সম্পাদক নুরুল আমিন।
সদস্যঃ দুর্লভপুরঃ আখতার, বাচ্চু, আলীম, আমিনুর, আইনুল, নজরুল, রুমেল, হোসাইন, আইনুল হক, মঙ্গলগিরিঃ আল আমিন, নূর আহমদ, প্রয়াগমহলঃ মুজিব, কাওছার, রুবেল, সুমন, চন্দ্রগ্রামঃ ফিরোজ, ইমরান, বিলাল ফাহিম, জাকির, জাহিদুর, কাবিলপুরঃ রাজন, হেলাল, ফরিদ, পাকিছিরিঃ এহসান, সুহেল, কাওছার, জাগিরআলাঃ জুয়েল, ছাব্বির, নাহিদ।