ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেটের বিশ্বনাথ উত্তর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী স. উদযাপন উপলক্ষ্যে মোবারক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বাদ জুমআ উপজেলার খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের উদ্যোগে রাজাগঞ্জ বাজার কিন্ডার গার্ডেন হতে র্যালিটি শুরু হয়ে স্হানীয় সড়কগুলি প্রদক্ষিণ শেষে পূনরায় কিন্ডারগার্ডেনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা আবু তাহির মুহাম্মদ হোসাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সহ প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ।
শাখা সভাপতি হাফিজ আবুল লেইছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র কালামূল্লাহ শরীফ থেকে তেলাওয়াত ও কাছিদা পরিবেশনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগেরকাছ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল মুহাম্মদ হোসাইন, আলহাজ্ব লজ্জতুন নেছা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর, তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরান আহমদ,আল ইসলাহ খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়নের সাবেক দায়িত্বশীল তালুকদার জাহির, আবুল লেইছ সহ আরো প্রমুখ।
শেয়ার করুন