স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টায় পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ হলরুমে কাউন্সিল অধিবেশনে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান।
বিদায়ি সভাপতি মাওলানা মো. আখতার আলী’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান’র পরিচালনায় বিশ্বনাথ উপজেলা ও পৌর আল-ইসলাহ’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় উপাধ্যক্ষ মাওলানা পিয়ার মাহমুদ, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব মনোহর আলীসহ বিশ্বনাথ উপজেলা ও পৌর আল-ইসলাহ, লতিফিয়া কারী সোসাইটি, লতিফিয়া ইমাম সোসাইটি ও তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উপজেলা নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
কাউন্সিল অধিবেশন সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা লুৎফুর রহমানকে সভাপতি, মাওলানা মাহবুবুর রহমান আঙ্গুরকে সাধারন সম্পাদক ও মাস্টার নূর হোসেন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে সিলেটের বিশ্বনাথে উপজেলা ‘আল ইসলাহ’র ২০২৫-২৬ সেশনের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন
সহ-সভাপতি মাওলানা আকমল হোসেন (শাকুর), মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ইসলাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ছাদিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা শেখ সাহিদুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মনজুর আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো, নুরুল ওয়াহিদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা শফিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হরমুজ আলী, পাঠাগার সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক হাজী দয়াল উদ্দিন তালুকদার, অফিস সম্পাদক মাওলানা মুছাদ্দিক হোসেন (হাবিব)।
সদস্যঃ
মাওলানা আব্দুল করিম, হাফিজ আব্দুল আউয়াল, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, হাফিজ মুক্তার আলী, মাওলানা হাবিবুর রহমান।