ভোটাধিকার প্রয়োগ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার : ইউএনও ঊর্মি রায়

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেছেন, ভোটাধিকার প্রয়োগ প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। নির্ভয়ে নিজ নিজ ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যেক নাগরিককে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিঃসংশয়ে ভোট দিতে দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের ভোটারের প্রতি আমি উদাত্ত আহবান জানাচ্ছি।

সোমবার (১ জানুয়ারি) উপজেলা পরিষদ কনফারেন্স হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, প্রশাসনসহ উপজেলাবাসীর সাথে খোলামেলা যৌথ মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংবাদিক আশরাফুল ইসলাম এমরানসহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকতাবৃন্দ।

ইউএনও ঊর্মি রায় বলেন, ভোটাধিকার প্রয়োগে কোন ভোটার যদি কোন প্রকারের বাঁধা-নিষেধের মুখোমুখি হন, বা কেউ আপনাদের ভোটদানে বিরত থাকতে বলপ্রয়োগ করে, তবে সাথে সাথেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ জেলা বা উপজেলা প্রশাসনকে অবহিত করতে পারেন। এ ব্যাপারে সহযোগিতা করতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীসহ জেলা বা উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। তিনি শান্তিপূর্ণভা্বে ভোট ‍উৎসবে অংশ নিতে উপজেলাবাসীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *