বিশ্বনাথে ‘এলাহাবাদ আলিম মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মখলিছুর রহমান

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথ উপজেলা ‘এলাহাবাদ আলিম মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপূর্বে গত ২ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে বরখাস্ত করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। পাশাপাশি মাদ্রাসার জ্যেষ্ঠকে ‘মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনাও দেয় শিক্ষাবোর্ড।

মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে মাওলানা মখলিছুর রহমানের ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র দায়িত্ব গ্রহন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলাকার মুরব্বী হাজী বাদশা মিয়া।
প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আজমল হোসেন বুলবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, মাদ্রাসার এডহক কমিটির সাবেক সভাপতি নিজামুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক এটিএম নূর উদ্দিন, আলতাফুর রহমান, সাবেক শিক্ষার্থী আব্দুল রব সরকার।
মাদ্রাসা শিক্ষাবোর্ড প্রেরিত স্মারক সূত্রে জানা গেছে, এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মো. হোসাইনের বিরুদ্ধে সরকারি উন্নয়ন কাজে বাঁধা দান, মাদ্রাসার আর্থিক ক্ষতি সাধনের অপচেষ্ঠা, দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, মিথ্যা ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২৩ সংশোধিত) মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই মোতাবেক মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক ২০২৩ সালের ৭ জুলাই আবু তাহির মো. হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয়। যা ইতিপূর্বে বোর্ডের দৃষ্ঠিগোচরীভুত হয়নি ও আবু তাহের মো. হোসাইন কর্তৃক বাধ্যতামুলক ছুটি প্রদান বিষয়ে বোর্ডে আবেদন করায় বাধ্যতামূলক ছুটির মেয়াদ শেষ হওয়ায় আবু তাহির মো. হোসাইনকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মর্মে ৩নং স্মারকে বোর্ড কর্তৃক পত্র জারী করা হয়।
স্মারক সূত্রে আরোও জানা গেছে, এলাহাবাদ মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মো. হোসাইন সাময়িক বরখাস্ত থাকায় বিধি মোতাবেক জ্যেষ্ঠ শিক্ষককে অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন মর্মে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং আবু তাহির মো. হোসাইনের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্ত করে তরিৎ ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হয়। একই সাথে রিট পিটিশন নং ১৫২৮৫/২০২৩ মামলায় প্রদত্ত ২০২৩ সালের ১২ ডিসেম্বর আদেশ মোতাবেক দরখাস্ত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর নিষ্পত্তি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *