স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে ‘ক্যান্সার সাপোর্ট টিম’ এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী মো. আজিজুর রহমান ও তার নিকট আত্নীয়দের আর্থিক সহায়তায় ক্যান্সারে আক্রান্ত ছোট বাচ্চা ‘রেহান’কে চিকিৎসার জন্য নগদ ৮২ হাজার ৭ শত ৪০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকালে খাজাঞ্চী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোসেন পুর গ্রামের মো. আরশ আলীর ছোট বাচ্চা ছেলে রেহান (৪)কে চিকিৎসার জন্য ওই নগদ অর্থ রোগির বাবার কাছে হস্তান্তর করেন ক্যান্সার সাপোর্ট টিমের সদস্যরা।
এসময় গ্রামের মুরব্বি জমসিদ আলী, ইন্তাজ আলী, প্রবাসী আব্দুল হান্নান, আতিক আলী, ক্যান্সার সাপোর্ট টিমের সদস্য ফারুক আহমদ, শাহাব উদ্দিন মিজান, এখলাছুর রহমান, রুবেল আহমদ, তারেকুল ইসলাম, এমদাদুল হক, মাহবুব হাসানসহ প্রমুখ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন