ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ২০২২-২৩ অর্থবছরের খরিফ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক হাজী আব্দুল মতিন, পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া প্রমুখ।
শেয়ার করুন