ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামে বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মাঝে শুক্রবার (৯ জুলাই) সকালে ‘জয় নেছা এন্ড আমিরুন নেছা মেমোরিয়াল ট্রাস্ট’র উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে পরিবার প্রতি ১০ কেজি, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ১ ও ১ লিটার ভোজ্যতেল প্রদান করা হয়।
জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী আয়না মিয়ার সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, গ্রামের মুরব্বী বশারত আলী বাছা, ফজর আলী মুন্সি, তাজ উদ্দিন। অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বী শামসুল ইসলাম, তহুর উদ্দিন, সংগঠক আমির উদ্দিন, শাহ আলম খোকন, ওয়াসিম উদ্দিন, ফরিদ উদ্দিন, শাহ নিজাম, আজিজুল রহমান, রুকেল আহমদ, রুমন আহমদ, মো. সুলেমান, রুহেল মিয়া, সাঈদ আলী, মো. হাসান প্রমুখ নেতৃবৃন্দ।