বিশ্বনাথে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন শফিক চৌধুরী ও নুনু মিয়া

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এর পূর্বে তিনি নিজ বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনদের কবর জিয়ারতের মাধম্যে সকলের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি সোমবার ১১ জুলাই বিকেলে বিশ্বনাথ পৌর শহরে আ’লীগের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আব্দুল আজিজ সুমন, সদস্য মকদ্দুছ আলী, শেখ আজাদ, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য ফিরোজ খান, মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত পংকি খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *