বিশ্বনাথে পিএফজির সভা অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে সোমবার (২২ জানুয়ারী) দুপুরে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শ্লোগানে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজির) ফলোআপ মিটিং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, কোন প্রকারের সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা শান্তির পক্ষে কাজ করছি। সর্বদলীয় সম্প্রীতি বজায় রাখতে পিএফজি সমাজে কাজ করছে এবং ওই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পিএফজি বিশ্বনাথ উপজেলার অ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান। সভায় পিএফজির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত গৃহিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন পিএফজি  বিশ্বনাথ উপজেলা সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন,  উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আব্দুল মতিন, পিস অ্যাম্ভাসেডর ও আমজদ উল্লা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরীন জাহান, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি সিতাব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সদস্য জামাল উদ্দিন, উপজেলা গনফোরাম সভাপতি তরিকুল ইসলাম, সদস্য আশিক আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা আফিয়া রশিদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রাসনা বেগম, জেলা মহিলা বিএনপির সদস্য নাজমা বেগম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের বদরুল ইসলাম মহসিন, জেলা বই পুস্তক ও বিজ্ঞাপনী সংস্থার সদস্য শাহীন আহমদ, জেলা যুবদল নেতা আশরাফুল উদ্দিন রুবেল, হাঙ্গার প্রজেক্ট সিলেট জেলা সমন্বয়কারী মোজাম্মেল হক, জেলা হিসাব রক্ষক কুদরত পাশা, সিলেট অঞ্চলের ইয়ুথ মোবিলাইজেশন অফিসার এস এম রফিকুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *