ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক দু’বারের চেয়ারম্যান মুহিবুর রহমানের ‘জগ’ মার্কার সমর্থনে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পৌর এলাকার ১নং ওয়ার্ডের রামধানা গ্রামবাসীর উদ্যোগে গ্রামের কালা মিয়ার বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী সাইদুল আলীর সভাপতিত্বে ও সংগঠক শাকিল আহমদের পরিচালনায় ‘জগ’ মার্কার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন পৌদনাপুর গ্রামের মুরব্বী মতছির আলী, কামালপুর গ্রামের মুরব্বী আছাব আলী, রামধানা গ্রামের মুরব্বী নূর রহমান, মখলিছ আলী ও জানু মিয়া।
সবার কাছে ‘জগ’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে উঠান বৈঠকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুহিবুর রহমান বলেন, সর্বস্তরের মানুষের দোয়া, ভালাবাসা ও সমর্থনে ‘জগ’ মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আর তা দেখে একটি মহল দিশেহারা হয়ে পড়েছে।
তাই তারা আমার বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। ইনশাআল্লাহ যতই ষড়যন্ত্র করা হউক না কেন, আপনারা আমার সাথে থাকলে আমার বিজয় ঠেকানো যাবে না।
শেয়ার করুন