ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে ওই মেলার উদ্ভোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানার সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: আবুল বাসার জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আলমগীর কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, বিশ্বনাথ পৌর সভার ২নং ওয়ার্ডের কউিন্সিলর ফজর আলী, সিলেটের ভেটেরিনারি সার্জন সরকারি ছাগল উন্নয়ন খামার প্রণজিৎ দাশ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাদেকুল ইসলাম, ভিএফএ রাজমোহন দেব, মনি চন্দ্র দাস, এফএ উজ্জল কুমার অধীকারি, মাসুম আহমেদ, মোঃ আশরাফ, এলএফএ শহিদুল্লাহ কায়সার, গনেশ চন্দ্র মহন্তসহ ইউনিয়ন এলএসপিবৃন্দ।
অনুষ্টানে বক্তরা বলেছেন, চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। খামার গড়ে তুলতে হবে। তাহলে নিজের পাশাপাশি দেশের সফলতা আসবে। প্রদর্শনীতে প্রায় অর্ধ-শতাধিক স্টল স্থান পায়। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ষাঁড়, গাভী, ছাগল, ভেড়া, হাঁস, মোরগ, বিড়াল, কবুতর, মহিষ ইত্যাদি প্রাণি দেখা যায়।
এসময় উপস্হিত ছিলেন পৌর আওয়ামীলীগের সদস্য মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়াসহ প্রমুখ।