স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষ্যে বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্হাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া পরিচালনা করেন ‘উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম নুনু মিয়া।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ প্রমুখ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন