ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ‘বাংলাদেশী কমিউনিটি ইন নর্দান আয়ারল্যান্ড’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার কনফারেন্স হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার দেড় শতাধিক পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ৭ শত টাকা করে মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল ফয়েজ মো. আব্দুল্লাহ (পীর ছাহেব) এর সভাপতিত্বে ও দোয়ার মাধ্যমে অর্থ বিতরণ শুরু করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান।
অনুষ্টানে এসময় উপস্হিত ছিলেন হাউসা ফুরকানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ মুনির উদ্দিন, প্রধান মুহাদ্দিস মাওলানা মো. আব্দুল বাসিত, শাহ সুফি মুজাম্মিল আলী দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, সৎপুর মাদরাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, গভর্নিংবডির সদস্য সোনাফর আলী, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবুল লেইছ, সংগঠক মো. রফিক আহমদ, হাবিবুর রহমান মনু, শিক্ষার্থী মো. ইউসুফ খান সহ প্রমুখ।
শেয়ার করুন