স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৈরাগী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্টিত হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় স্হানীয় বৈরাগী বাজার একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে একনাগারে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩টায় সমাপ্তি হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন একলিমায়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখর উদ্দিন।
বণিক সমিতির নির্বাচনে সাবেক দুই বারের সভাপতি মনোহর আলী ১৬৭ টি ভোট পেয়ে তৃতীয় বারের মত সভাপতি, ১৩৭ টি ভোট পেয়ে মোশাররফ আলী সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন এবং ১৮১ টি ভোট পেয়ে মখন মিয়া কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।