বিশ্বনাথে ‘মৌলভী ফুরক্বান উল্লাহ মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত ভবনের উদ্ভোধন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে ‘মৌলভী ফোরক্বান উল্লাহ রহ. নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত ভবনের শুভ উদ্ভোধন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের ওই মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের উদ্ভোধন উপলক্ষ্যে মাদ্রসার হলরুমে ‘আল আনছার ফাউন্ডেশন’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাস্টার লায়েক আহমদ।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুল গফুরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক একেএমএইচ শরীফ আহমদ সৌরভের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবক ফখরুল ইসলাম, মখদ্দুছ আলী, পালেরচক নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুনুর রশিদ, মোতাওয়াল্লী ফারুক আহমদ, আশুগঞ্জ স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক মাওলানা হোসাইন আহমদ, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন।
অনুস্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মোস্তাফিজুর রহমান।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *