ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন ও সৌদি আরব প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে অনুষ্টিত প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্টানের পুরুস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন ও বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।
প্রতিষ্টানের অধ্যক্ষ একেএম সিফত আলীর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের আজীবন দাতা সৈয়দ নূরুল ইসলাম মধু মিয়া এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী ছমির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র/ছাত্রীদের পড়া-লেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিতে মনযোগি হওয়ার আহবান প্রদান করেন।
এসময় প্রতিষ্টানের গভর্নিংবডির সদস্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
শেয়ার করুন