বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় ইফতার মাহফিল

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ‘উপজেলায় বিশ্বকাপ খ্যাত’ ফুটবল আসর ‘লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্ট’র ৪র্থ আসর সফলভাবে সম্পন্ন হওয়ায় মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ একটি পার্টি সেন্টারে উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অর্থদাতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলতাব হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র-১ রফিক হাসান।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ক্বারী উজ্জল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী, হিরামন সমাজ কল্যাণ সংস্থা স্পোটিং ক্লাবের সভাপতি নূরুল হক, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, সাবেক ফুটবলার আব্দুর রব, পরতাব আলী, সাবুল মিয়া, শাহীন মিয়া, বাবরুছ মিয়া, ক্রীড়া সংগঠক খলিল আহমদ, আলমগীর হোসেন, রাসেল আহমদ, মুক্তার আলী, তারেক আহমদ খচির, বাবুল মিয়া, মাহমুদুল করিম মঞ্জুর প্রমুখ’সহ উপজেলার ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *