ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে আসন্ন রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী, ছাতা ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সরুয়ালাস্থ দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আসাদুর রহমান আসাদ।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সমীর কান্তি দে’র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল।
বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়া মাদ্রাসা লন্ডনের মুহাদ্দিস মুফতি মাওলানা আশরাফুর রহমান, বিদ্যালয় গর্ভনিং বডির সভাপতি আব্দুল মন্নান, যুক্তরাজ্য প্রবাসী ইসলাম উদ্দিন, শিক্ষানুরাগী আখলাকুর রহমান, হাবিবুর রহমান, নেছার আহমদ মুজিব, শাহ মো. মারুফ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
অনুষ্ঠান শেষে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের ৩ শত জন শিক্ষার্থীকে ইফতার সামগ্রী, ৬০ জনকে ছাতা ও একাদশ-দ্বাদশ শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
শেয়ার করুন