ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশনের আয়োজনে ও খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে (ভি-৭)’র অর্থায়নে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ‘১ম খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপ-২০২৩’ সম্পন্ন হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনাল খেলায় সিক্সার্স সিক্স ক্রিকেট ক্লাব ৫ উইকেটের ব্যবধানে রংধনু ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং চ্যাম্পিয়ান দলকে ট্রফি ও মোটর সাইকেল এবং রানার্সআপ দলকে ফ্রিজ তুলে দেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
এর পূর্বে উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে (ভি-৭)’র সদস্য প্রবাসী আনোয়ার হোসেন তৈরোছ।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য ও টুর্ণামেন্টের উপদেষ্টা কবির হোসেন কুব্বারের সভাপতিত্বে এবং উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে (ভি-৭)’র সদস্য প্রবাসী বখতিয়ার খান, বেবী কেয়ার স্কুলের পরিচালক মুহিবুর রহমান সুইট। স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশনের সভাপতি রায়হান আহমদ ও সাধারণ সম্পাদক আলী আহমদ শামীম।
অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক নবীন সোহেল, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ, সাবেক মেম্বার আমির উদ্দিন, ক্রীড়ানুরাগী দুদু মিয়া, মোস্তাক আহমদ মোস্তফা, আফতাব আলী প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন