স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায়-গরীব ও দুংস্থ পরিবারের সদস্যদের মাঝে ‘বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ওই নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে জনপ্রতি এক হাজার টাকা করে প্রদান করা হয়।
বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি আব্দুল ওয়াহিদ আলমগীরের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র ট্রাস্টি ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র ট্রাস্টি রুহেল মিয়া, কানাডার টরন্টো বাংলাপাড়া ক্লাবের সভাপতি আম আর আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সংগঠক আসাদুজ্জামান নূর আসাদ, মাওলানা শরিফ উদ্দিন, দিলোয়ার হোসেন সজিব।