বিশ্বনাথ উপজেলা সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে রোববার (৬ আগস্ট) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা সমিতি’র উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সমিতির নেতৃবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মনির মিয়া, বিশ্বনাথ উপজেলা সমিতি সিলেট’র সভাপতি শাখাওয়াত আলী শাহী, সাবেক সভাপতি শাহ মতছির আলী, বর্তমান সাধারণ সম্পাদক শেখ আজাদ, কোষাধ্যক্ষ নুরুজ্জামান সিদ্দীকি মুক্তা, প্রকাশনা, সাহিত্য, সংস্কৃতিক সম্পাদক ও বৃক্ষরোপণ প্রকল্পের আহবায়ক ফখরুল ইসলাম, শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান ফরুকী, সহ সুপার সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, সিনিয়র শিক্ষক মাওলানা সুরমান মাহমুদ, সহকারী শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মাওলানা আল-আমিন, মাস্টার রাজীব আহমদ, সুমন আহমদ মাওলানা গুলজার হোসাইন, রাইসুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *