বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন

সিলেট

স্টাফ রিপোর্টার:

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ব্রিটেন থেকে আসা সিলেটের বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃপক্ষ। টুর্ণামেন্টের স্পন্সর করছে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহ সভাপতি ও ওয়েস্টউড ক্রিকেট ক্লাব ইউকের সভাপতি রাজু মিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আরব শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ টিপুর পরিচালনায় অনুষ্ঠিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনাইটেড ইউ.কের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী সুহেল মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি তারেক আহমদ খজির, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, হিরামন সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি আবদুল মান্নান, একতা ক্রিকেট ক্লাবের অধিনায়ক ও উপজেলার প্রবীন ক্রিকেটার নির্মল নন্দী, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম রেজা।
বক্তব্য রাখেন উপজেলার রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজন খান, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রফু মিয়া, সাধারণ সম্পাদক তানভীর আহমদ, ক্রিকেটার শামীম আহমদ। এসময় এসোসিয়েশনের দায়িত্বশীলদের মাঝে জার্সি উপহার দেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে।

উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১০ টিম নিয়ে পর্দা উঠবে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৮তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *