বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে তিন প্রবাসীর মতবিনিময়

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন তিন যুক্তরাজ্য প্রবাসী।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রবাসীরা নিজেদের বক্তব্যে বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। নিজেদের পেশাদারিত্বের পাশাপাশি বিশ্বনাথের আর্ত-সামাজিক উন্নয়নেও রয়েছে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা। সত্য প্রকাশে কখনও কারো সাথে আপোষ না করেই অব্যাহত রয়েছে সাংবাদিকদের পথচলা। এমন ভুমিকার ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে বিশ্বনাথ প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিকদের কাছে প্রবাসীদের ওই প্রত্যাশাই থাকবে।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম, সংগঠক শামছুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মোহাম্মদ আলী শিপন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য আবুল কাশেম, প্রাথমিক সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সংগঠক পলাশ আহমদ, আহমেদ দুলাল মিয়া, ওয়াসিম উদ্দিন, দিলোয়ার হোসেন সজিব, তছলিম আলী, জুনেদ আহমদ, এনটিভি ইউরোপের ক্যামেরা পারর্সন আফজল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বিশ্বনাথ প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য যুক্তরাজ্য প্রবাসী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান ২০ হাজার টাকা, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন ১০ হাজার টাকা, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম ১০ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সংগঠক আহমেদ দুলাল মিয়া নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *