বিশ্ব মানের তথ্য-পযুক্তি নির্ভর একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে। —-মুহিবুর রহমান মানিক এমপি

সুনামগঞ্জ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা বৃহস্পতিবার বিকেলে শেষ হয়েছে। বুধবার সকালে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমাপনী দিনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ প্রমূখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়। প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ভবিষ্যত প্রজন্মর জন্য বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি ভিক্তিক আধুনিক শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে সরকার। ইতিমধ্যেই উচ্চ বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাস শুরু করা হয়েছে। বিশ্ব মানের তথ্য-পযুক্তি নির্ভর একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান এসপিপিএম উচ্চ বিদ্যালয়, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ প্রথম, ছাতক সরকারী ডিগ্রি কলেজ দ্বিতীয় এবং জনতা ডিগ্রি কলেজ তৃতীয় স্থান অর্জন করেছে। ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় সভা শেষে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *