বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া উত্থাপন করা হবে বার্ষিক সভায়

জাতীয়

বিসিবির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠনতন্ত্রে দুটি ধারা সংযোজনের প্রক্রিয়া নিয়ে বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আজ। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, খেলার সামগ্রী আমদানি, খেলোয়াড়দের সম্মানী প্রদানের বিষয়টি সহজ করার লক্ষ্যে গঠনতন্ত্রের একটি ধারায় উপধারা সংযুক্ত করা হবে। এছাড়া বিসিবি টিভির অনুমোদনের প্রক্রিয়া উত্থাপন করা হবে আজকের বার্ষিক সাধারণ সভায়।

বিসিবির সিইও বলেন, ‘বিসিবি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে কোম্পানি শেয়ার ছাড়বে শেয়ারবাজারে। স্পোর্টস প্রতিষ্ঠান হিসেবে টিভি চ্যানেল প্রতিষ্ঠার জন্য একটি কোম্পানি গঠন করতে হয়, সেটাই করা হয়েছে। এটা নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।’

এছাড়া বাজেট অনুমোদন, আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষক নিয়োগ ও সম্মানীর বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে সভায়। বিসিবির একটি সূত্রে জানা গেছে, বার্ষিক এ সভায় কাউন্সিলরদের লাখ টাকা সম্মানী দেয়ার পাশাপাশি আইপ্যাড দেয়া হবে।

 

এর আগে গত বছরের জুনে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি টিভির অনুমোদনের জন্য আবেদন করা হবে বলে জানিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *