আষাঢ়ী বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক; তাতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
বুধবার সকাল ১০টার পর ঝরা এ বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। ইঞ্জিনে পানি যাওয়ায় যানবাহন বিকল হওয়ার ঘটনা দেখা গেছে।
বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ঢাকায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ সময় রাজধানীর মিরপুর, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমণ্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, হাতিরঝিল, মিরপুর, গুলিস্তান ও নিউ মার্কেট এলাকায় বৃষ্টি হয়েছে। তাতে বিভিন্ন সড়কের পাশাপাশি অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
মিরপুরের ১৪ নম্বর থেকে ১০ নম্বর যাওয়ার সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বিআরটিএ কার্যালয়ের সামনের সড়কের ফুটপাত ডুবে গেছে পানিতে। ওই সড়কে যানবাহন চলাচল কমে গেছে। অনেক দোকানপাটও বন্ধ দেখা গেছে।
মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও আশপাশের সড়কেও জমেছে পানি। কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে ফুটপাতও। সড়কে থাকা নিষ্কাশন নালার মুখ বন্ধ হয়ে অনেক জায়গায় পানি যেতে দেরি হচ্ছে। ওই নালা পরিষ্কার করতে দেখা গেছে সিটি করপোরেশনের কর্মীদের।
মিরপুর ১০ নম্বরে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বেলা সাড়ে এগারোটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে পানি আরও বেশি ছিল। এখন কিছুটা কমেছে।”
রোকেয়া সরণির শেওড়াপাড়া, কাজীপাড়া এলাকায়ও সড়কে পানি জমেছে।
বৃষ্টিতে বনানীর আর্মি স্টেডিয়াম ও নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়ক এবং ধানমণ্ডির সড়কে পানি জমেছে। জলাবদ্ধতার কারণে বিমানবন্দর সড়কের কাকলী থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত যানজট দেখা দিয়েছে।
শেয়ার করুন