ব্রাহ্মণবাড়ীয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয়

জাকির হোসেন, বরিশাল:

ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন এর নোয়াগাঁওর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এ ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ ব্লাড ক্যাম্পিং এ স্কুলের প্রায় ৩৫০+ শিক্ষার্থীর মাঝে ফ্রি ব্লাড ক্যাম্পিং সম্পন্ন হয়। শহিদুল ইসলাম রিমো,আফজাল আহমেদ তানভীর, নাসির উদ্দিন সাগর, খায়রুজ্জান নয়ন এবং আরাফাত সরকারের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ফ্রি ব্লাড ক্যাম্পিং কর্মসূচিতে সকল শিক্ষার্থিদের মাঝে ব্লাড গ্রুপিং এর পাশাপাশি সবাইকে ভবিষ্যতে রক্ত দানের জন্য উৎসাহিত করা হয়েছে তার পাশাপাশি শিক্ষার্থীদের কে মানবিক কাজে সর্বদা নিয়োজিত থাকার আহবান করা হয়েছে। সংগঠনের উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে সবাই সচেতন হলে রক্তের অভাবে ব্রাহ্মণবাড়ীয়া সরাইলে শুধু নয়, আমাদের বাংলাদেশে ১জন মানুষও রক্তের অভাবে প্রাণ হারাবে না। মানবিক ও সামাজিক যেকোনো ভালো কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানায় ব্রাহ্মণবাড়ীয়ার ব্লাড ব্যাংকের সদস্যরা।আজকে যাদের সহায়তায় এই ব্লাড ক্যাম্পিং সুন্দরভাবে পরিচালিতত হয়েছর তাদের কে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম ইসলাম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *