মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা’র ৩নং ভাটেরা ইউনিয়নের তুলাপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে জাতীয় পর্যায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় অত্র গ্রামের তুলাপুর পঞ্চায়েতের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
তুলাপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী ইন্তাজ আলী’র সভাপতিত্বে এবং মোঃ মুজিবুর রহমান এর সঞ্চালনায় অদ্য ৩ নভেম্বর ২০২৩ ইংরেজি শুক্রবার বাদ জুম্মা তুলাপুর জামে মসজিদে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ এ কে এম নজরুল ইসলাম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জনাব দেলোয়ার হোসেন রিপন, তুলাপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মাসুক মিয়া, ইদন মিয়া, ফটিক মিয়া, কুটি মিয়া, সোনা মিয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, কয়েছ মিয়া, আব্দুর রহিম খান, আব্দুস সবুর, আব্দুল মুমীন, আব্দুল বাতেন জাদি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজিদ মিয়া, কনর মিয়া, লিয়াকত মিয়া, আবুল মিয়া, বাবুল খান সহ এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ এবং মসজিদের মুসল্লিয়ান গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের অধিনে পরিচালিত শ্রেষ্ট ইমাম নির্বাচন ও বাছাই পরিক্ষায় জেলা এবং সিলেট বিভাগে উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশের ৮ টি বিভাগের নির্বাচিত ১৮ জন ইমামের মধ্যে জাতীয় পর্যায়ে জাতীয় শ্রেষ্ট ইমাম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংদেশের তিন জনের মধ্যে ২য় স্থান অর্জন করেন। যার স্বীকৃতির স্মারক ৪ বছর পর গত ৩০ অক্টোবর ২০২৩ ইংরেজি বঙ্গবন্ধু বাংলাদেশ চিন-মৈত্রী প্রদর্শনী কেন্দ্র পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, ধর্মসচিব আব্দুল হামিদ জম্মাদার, ইসলামিক ফাউন্ডেশন পরিচালক, আনিসুজ্জামান সিকদার, সহ পরিচালক মাওঃ জাকির হোসেন এর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।