স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
গণমানুষের শ্রদ্ধা ও ভালবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি অধ্যাপক সুকুমার দাস।
আজ (১৩ এপ্রিল) সকাল দশটায় যশোর টাউনহল মাঠের রওশান আলী উন্মুক্ত মঞ্চে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, যশোর সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম,বিপ্লবী কমিউনিস্ট লীগের ইকবাল কবির জাহিদ, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জিল্লুর রহমান ভিটু, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক, সাামাজিক, রাজনৈতিক পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
পরে নীলগঞ্জ মহাশ্মশানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলার সভাপতি অধ্যাপক সুকুমার দাস বুধবার রাত সাড়ে ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। সপ্তাহ খানেক আগে ব্লক ধরা পড়ায় তার হার্টে রিং পরানো হয়। এরপর থেকে বাসায় ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন