ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাপা হবিগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

সিলেট

 

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখা।

২১ ফেব্রুয়ারি সকালে বাপা হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে এতে অংশ নেন বাপা হবিগঞ্জের সহসভাপতি তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব ও নির্বাহী সদস্য এডভোকেট বিজন বিহারী দাস, যুগ্ম সম্পাদক এডভোকেট শায়লা খান, নির্বাহী সদস্য আফরোজা সিদ্দিকা, লুনা আরা প্রমুখ।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা শিশুদের মুখে বর্ণমালার বিভিন্ন অক্ষর, শহীদ মিনার ,জাতীয় পতাকার ছবি আঁকেন।

শিশু তালহা ও তাওসিফ দুই ভাই ফুল নিয়ে এসেছে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। ছোট্ট তাওসিফ এর মুখে আঁকা হয় বাংলা অক্ষর ‘আ’ ‘ ক ‘ এবং শহীদ মিনার।হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী তাওহীদ হোসেন তালহা বলেন, শহীদ মিনারে এসে ভাষা শহীদদের আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমার গালে শহীদ মিনার এঁকেছি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম জাহান আরিদা বলেন, বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, জব্বার, রফিক, বরকতসহ অনেক সূর্যসন্তান প্রাণ দিয়েছেন। তাদের জীবনের বিনিময়ে আমরা বাংলাকে মায়ের ভাষা হিসেবে পেয়েছি।

ভলেন্টিয়ার ফর বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার কর্মী স্বর্ণা, জুই, রোজিনা, সামিয়া, ইমন, তানিম ও নাহিদা ছবি আঁকেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *