ভোট চাইতে কুলাউড়ার গ্রামে গ্রামে যাচ্ছেন নাদেল

মৌলভীবাজার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ক্রীড়া সংগঠক, শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে কুলাউড়াবাসীর ঐতিহাসিক রায় নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের মাধ্যমে কুলাউড়ার মানুষ নিরাপদ, বসবাস উপযোগী একটি শান্তিপ্রিয় কুলাউড়া উপজেলা উপহার দিতে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) কুলাউড়ার বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগকালে এসব কথা বলেন নাদেল।

তিনি বলেন, আমরা সবাই শেখ হাসিনার নির্বাচনী ট্রেনের যাত্রী। নৌকা আমাদের উন্নয়নের একমাত্র ভরসা। বাংলাদেশ আজকে বিশ্বে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে এসেছে। এটা আমাদের ধরে রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামীলীগ যে পরিকল্পনা নিয়েছে, তাতে দেশ আর কখনও পথ হারাবে না।

এর আগে তিনি গৌরুকরণ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দোয়া ও সহযোগিতা চান। কুলাউড়ার গৌরুকরণ বাজার, ভূকশি মইল পথসভায় অংশগ্রহণ করেন, পথসভা শেষ করে পোসাইনগর বাৎসরিক কীর্তনে অংশগ্রহণ করেন। পরে সিটি এস মন্দিরের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভূকশিমইল গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুস শহীদ স্বপন,  সিলেট সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল, মাওলানা ক্বারী আলহাজ্ব বিপ্লবী মুজিবুর রহমান, ডা. অরুণ উদয় ধর, শ্রী রঞ্জু দাস, মইনুল ইসলাম সোহাগ,জিয়াউর রহমান জুয়েল,মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *