নিজস্ব প্রতিবেদক : সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগ কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সোমবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দু’জন হলেন- মহানগরের মজুমদারপাড়ার বাসিন্দা আশরাফ হোসেনের ছেলে শাকিব হোসেন (২২) ও শিববাড়ি এলাকার মঈন উদ্দিনের ছেলে মহসিন (২২)। তারা মদন মোহন কলেজের বিবিএস বিভাগের ছাত্র।
খবর পেয়ে কোতোয়ালি পুলিশ কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি বলেন- ‘আমি সিলেটের বাইরে। তবে জানতে পেরেছি- বহিরাগত কয়েকজন কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছিলো, এসময় কলেজ ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়।’
শেয়ার করুন