মহানবী সা. কে অ ব মা ন না র প্রতিবাদে বিশ্বনাথে বি ক্ষো ভ মিছিল-সমাবেশ

সিলেট

স্টাফ রিপোর্টার:

ভারতে মন্দিরের পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ক টু ক্তি ও বিজেপি সাংসদের ধর্মীয় উস্কানীর প্রতিবাদে সিলেটের বিশ্বনাথে বি ক্ষো ভ মিছিল ও প্র তি বা দ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমুআ জাগ্রত তরুণ প্রজন্ম বিশ্বনাথের ব্যানারে অনুষ্ঠিত বি ক্ষো ভ মিছিলটি জামিয়া মাদানিয়া বিশ্বনাথের প্রধান গেইট থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এম.কাওছার আহমদের সভাপতিত্বে ও জামিয়া মাদানিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের প্রিন্সিপাল মাওলানা নূরুল হক, উপজেলা হেফাজতের সদস্য সচিব মাওলানা কাজি আব্দুল ওয়াদুদ, জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথের শিক্ষক মাওলানা আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আব্দুস সোবহান, আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের উপ-পরিচালক মাওলানা এম. মুখতার হোসাইন, যুবনেতা দেলোয়ার হোসেন সজিব, ছাত্রনেতা মো. ফাহিম আহমদ, বিশ্বনাথ দর্জি কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মো. ইমরান আহমদ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া বিশ্বনাথের মুহাদ্দিস মুফতি রেজাউল করিম, সংগঠক মাওলানা হাবীবুর রহমান, মাওলানা আশরাফুল হক, মো. ওয়াসিম উদ্দীন, মাওলানা বিলাল আহমদ, মাওলানা জাকওয়ান আহমদ, মাওলানা লুৎফর রহমান, মাওলানা ইমামুল ইসলাম, সৌরভ আহমদ লাকি, টিপু আহমদ, নূরুল ইসলাম,আলী হোসেন মোল্লা, সেবুল আহমদ, আলী হোসেন, মাওলানা আফিফ হাসান রাসেল, জাফর আহমদ, ছাব্বীর আহমদ, ইমন আহমদ, আব্দুল আজিজ, প্রমূখ।

বক্তারা সমাবেশে বলেন, ভারতে মন্দিরের পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ক টু ক্তি ও বিজেপি সাংসদের ধর্মীয় উ স্কা নী র তীব্র নি ন্দা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ সরকারের কাছে ভারতীয় দূত ডেকে তী ব্র নি ন্দা ও যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য চাপ প্রয়োগের দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *